
জাতীয় ডেস্ক ঃ রাজধানীর মিরপুরে ১৯৭২ সালের ২২ ডিসেম্বর নির্মিত হয় প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। সেই থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে স্মরণ করেন মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের। গতকাল শনিবার সেই স্মৃতিসৌধে গিয়ে হতবিহব্বল হয়েছেন অনেকেই। স্মৃতিসৌধের ফলকটি ঢেকে দেওয়া হয়েছিল কালো কাপড়ে! তাতে লেখা ছিল ‘শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থল’। কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। কারও কাছে সদুত্তর না পেয়ে অনেকে ফোন দিয়ে সমকালকেও জানিয়েছেন উৎকণ্ঠার কথা। পরে এ বিষয়ে সমকাল থেকে সরকারের সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ে কথা বলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। পরস্পরকে দায় চাপিয়েছেন সংশ্লিষ্টরা।
এই স্মৃতিসৌধের ফলকের দুটি অংশ, বাম পাশে লেখা রয়েছে–বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘পূরবী’ কাব্যগ্রন্থের ‘সুপ্রভাত’ কবিতার অংশবিশেষ– ‘উদয়ের পথে শুনি কার বাণী,/‘‘ভয় নাই, ওরে ভয় নাই।/নিঃশেষে প্রাণ যে করিবে দান/ক্ষয় নাই, তা’র ক্ষয় নাই।’’ একই ফলকের ডান দিকে লেখা আছে– ‘শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধের ফলক উন্মোচন করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
এ ব্যাপারে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আলমগীর সাত্তার বীরপ্রতীক সমকালকে বলেন, ‘দেশে এখন যে অবস্থা তাতে পারলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা হয়। এটি তারই বহিঃপ্রকাশ। স্মৃতিসৌধ কালো কাপড়ে ঢেকে রাখা অত্যন্ত নিন্দনীয়। স্বীকৃত বিষয়গুলোকে অস্বীকার করে জাতিকে বিভাজিত করা হচ্ছে। এগুলো সাময়িক। সত্যই স্থায়ী হবে।’ শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে উৎকণ্ঠা জানিয়েছেন মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১-এর সভাপতি আসিফ মুনীর তন্ময়। তিনি বলেন, ‘স্মৃতিফলক কালো কাপড় দিয়ে ঢেকে রাখা বিষয়টি জনগণের কাছে পরিষ্কার হওয়া দরকার। জনগণ ও শহীদ পরিবারের জন্য বিষয়টি বেদনাদায়ক।’
সূত্র ঃ বাংলাদেশ আওয়ামীলীগের পেইজ থেকে

Leave a comment