https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ সারা দেশে আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেফতার , মামলা অব্যাহত রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন । প্রতিদিন দেশের কোন কোন স্হান থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।এ থেকে বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ও বাদ যাচ্ছেন না । অনেকে মিডিয়ার কাছে অভিযোগ করেছেন তারা কোন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত নন তার পরে ও পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। হয়রানির স্বীকার হচ্ছেন সাধারণ মানুষ।

আজ বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। 

আটকদের মধ্যে একজন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

জানা গেছে, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। খবর পেয়ে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ শ্রদার্ঘসহ ৭ নেতাকর্মীকে আটক করে।

ওসি আবু বকর সিদ্দিক জানান, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এ সময় ৭ জনকে আটক করা হয়েছে। তাদের নামে কোনো মামলা আছে কিনা তা দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a comment

Trending