
সিলেট প্রতিনিধি ঃ আর কত প্রান জড়বে রাস্তায় ? সিলেট বিভাগ সহ সাড়া দেশে সড়ক দূর্ঘটনা যেন থামছেই না । প্রতি সপ্তাহে কোন না কোন এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে । প্রান হারাচ্ছে অগনিত মানুষ ।অদক্ষ চালক , মদপান করে গাড়ি চালানো, ফিটনেস বিহীন গাড়ি এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে অনেকেই মনে করে থাকেন।
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ধামড়ী এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), এই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) এবং হাফিজুর রহমান (২০)।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাল শাপলা বিল ঘুরতে একটি প্রাইভেটকারে করে সুনামগঞ্জ থেকে আজ শুক্রবার ভোরে রওয়ানা দিয়ে জৈন্তাপুর আসেন তারা। লাল শাপলা বিল ঘুরা শেষে বেলা ১১টার দিকে ফেরার পথে সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুছড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মোহন ও সায়েম নিহত হন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তিকরা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুরর রহমান মরা যান।

Leave a comment