https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র,মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাকালে অদ্য ২০/১২/২০২৪খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৫০ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি যৌথ টিম দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পার্শ্ববর্তী ঢাকাগামী মহাসড়কে ব্রিজের পাশে চেকপোষ্ট করাকালে একটি যাত্রীবাহী শাকিন পরিবহন নামীয় বাস কে সিগন্যাল দিলে, বাসটি থামানোর সাথে সাথে কৌশলে গাড়ী হইতে নেমে দৌঁড়িয়ে পালানোর চেষ্টাকালে মোঃ রমজান মিয়া নামে এক চোরাকারবারীকে আটক করে ।

তার পিতা-মৃত মন্তাজ ফকির, মাতা- মঞ্জরা বেগম, সাং-দৌলতপুর, মোহনগঞ্জ, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা, বর্তমানে-সুহিন মিয়ার কলোনী, মেহেন্দিবাগ, নোয়াগাঁও, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেটকে আটক করা হয়।

এরপর ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মূখে বর্নিত আসামী কর্তৃক বাসের সাইড বক্সে রক্ষিত (ক) ০৫টি সাদা রংয়ের বস্তার মধ্যে অবৈধ ভারতীয় কাপড় আটক করে যার আনুমানিক মূল‍্য ৪৬০০০০টাকা । উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫/২১৮, তারিখ-২০/১২/২০২৪ খ্রিঃ, ধারা-The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামী’কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে

Leave a comment

Trending