
নিউইয়র্ক প্রতিনিধি ঃ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেইট ও সম্মিলিত যুক্তরাষ্ট্রে প্রায় সহস্রাধিক সামাজিক সংগঠন রয়েছে যে গুলো দেশের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানিয়ে থাকে । সংগঠনের নেতৃবৃন্দ ঐ সকল অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাস ঐতিহ্য প্রবাসি বাঙ্গালী প্রজন্মের সামনে তুলে ধরেন ।তবে দল নিরুপেক্ষ সংগঠন হওয়ার পরে ও কিছু কিছুই সংগঠন দলীয় মতাদর্শের উর্ধ্বে উঠে সংগঠন পরিচালনা করতে ব্যর্থ হয় । এতে করে প্রায়ই ঐ সকল সংগঠনের মধ্যে কোন্দল দেখা যায় । অনেক সময় সংগঠন গুলো বহুধা বিভক্ত হয়ে পরে ।তবে ঐ সকল সংগঠন দলীয় মতাদর্শের উর্ধ্বে উঠে পরিচালিত হবে এটাই সকল প্রবাসীদের প্রত্যাশা ।

গত ১৬ই ডিসেম্বর একাত্তুরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মইনুল-আসাদ নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে যোলই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিটির এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে বিজয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবসের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা সম্মাণনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। এরপর সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ।

আলোচনায় অংশ নেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কফিল, কাতার জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিক দেওয়ান শাহেদ চৌধুরী, শাহীন আজমল, মো: আব্দুল করিম, শাহীন কামালী, ইয়ামীন রশীদ, দরুদ মিয়া রনেল, জামাল হোসাইন, সুদিপা চৌধুরী প্রমুখ।
এছাড়াও সংগঠনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি শাহীন কামালী, বর্তমান সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মোহাম্মদ এ খায়ের, প্রচার সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক লায়েছ আহমেদ, সাহিত্য সম্পাদক কামরুল হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ লোকমান মিয়া, দেওয়ান মুতাসসির চৌধুরী ও বদরুল উদ্দিন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ ও সহ সম্পাদক হেলিম উদ্দিন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানটি সফল করতে মনির উদ্দিনকে আহ্বায়ক , শাহীন কামালীকে প্রধান সমন্বয়কারী ও হেলিম উদ্দিনকে সদস্য সচিব করে বিজয় দিবস উদযাপন কমিটি গঠন করা হয়।

সূত্র ঃ খবর ইউএনএ’র।

Leave a comment