
আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ডের জুরিখে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের হত্যা, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট-অগ্নিসংযোগ-ভাংচুর এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে জুরিখে বিক্ষোভ সমাবেশ করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
জুরিখ সিটি সেন্টারে একটি হলে শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) স্থানীয় সময় সন্ধ্যায় এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, নজরুল ইসলাম জমাদার এবং সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক শ্যামল খান।
এই সমাবেশে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমপি।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

Leave a comment