
নিউইয়র্ক প্রতিনিধি ঃ শেখ পরিবার তথা বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা উনার মেয়ে , ছেলে ও তার বোনের পরিবার নিয়ে বর্তমান অন্তভর্তী সরকার বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলেছ এবং এই বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে ।বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় আজ তার ফেইসবুক পেইজে কড়া প্রতিবাদ জানিয়েছেন ।আমরা তার এই পোস্টটি সরাসরি আমাদের পাঠকদের জন্য তুলে ধরলাম ।
জনাব জয় তার বেরিফাইড ফেইজ বুক পেইজে লিখেছেন, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা কখনোই কোনো সরকারি প্রকল্পে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ উপার্জন করিনি। আমি যুক্তরাষ্ট্রে ৩০ বছর ধরে বসবাস করছি এবং আমার খালা ও কাজিনরা যুক্তরাজ্যে প্রায় একই সময় ধরে বসবাস করছেন। স্বাভাবিকভাবেই আমাদের এই দুই দেশে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ টাকার দাবি করা হচ্ছে, তার ধারে কাছেও আমরা কখনো যাইনি।
১০ বিলিয়ন ডলারের প্রকল্প থেকে বিলিয়ন ডলার সরানো সম্ভব নয়। আমারা লেনদেন এর সাথে “সম্পৃক্ত” বলে দাবি করাটা একটি মিথ্যা অভিযোগ।আমি দুর্নীতি দমন কমিশনকে চ্যালেঞ্জ করছি, এই তথাকথিত লেনদেন প্রকাশ করতে এবং প্রমাণ করতে যে আমরা এসব অনিয়মে জড়িত।
সূত্র ঃ জনাব জয়ের পেইজবুক পেইজ

Leave a comment