https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সিলেট কি চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের নিরাপদ রুট ছিলো এতদিন এই প্রশ্নটিই সিলেটবাসীর সামনে চলে আসছে সাম্প্রতিক সময়ে সিলেট – সুনামগঞ্জ রুটে প্রতিদিন চোরাই পণ্য ও অবৈধ অনুপ্রবেশের দায়ে লোকজন ও চোরাই মালামাল আটক করছে বিজিবি সিলেট অঞ্চলের কর্মকর্তারা ।কারন সিলেট সহ সারা দেশে ভারত থেকে চোরাই পথে পণ্য আনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিশ্টরা মনে করছেন । বিশেষ করে সিলেট ও সুনামগন্জ সিমান্ত দিয়ে চোরাকারবারীরা প্রতি সপ্তাহে ভারত থেকে বিভিন্ন সিমান্ত দিয়ে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করাচ্ছেন । বিজিবি প্রতি সপ্তাহে কোন না কোন পণ্যের চালান জব্দ করে যাচ্ছে ।এবার বিজিবির হাতে আটক হলেন অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় ২ যুবক ।

জানা যায় ,বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছে নগদ ১ লাখ ১১ হাজার পাওয়া যায়।

বুধবার ভোরে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ চিনাকান্দি বিওপির রাজাপাড়া এলাকায় বিশেষ টহল দল তাদের আটক করে। আটকরা হলো, মোহাম্মদ রাসেল মিয়া ও মোহাম্মদ মোবারক হোসেন।

জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার জিগাতলা নামক এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে ১ লাখ ১১ হাজার টাকাসহ বাংলাদেশি নাগরিক রাসেল মিয়া ও মোবারক হোসেনকে আটক করে বিজিবি।

আটক রাসেল মিয়া উপজেলার ধনপুর ইউনিয়নের শিয়ালডোবা গ্রামের মোহাম্মদ কাদির মিয়ার ছেলে ও মোবারক ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, আটকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a comment

Trending