https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ গত জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত ছাত্র জনতা হত্যার বিচারের জন‍্য সরকার বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেছে।ইতিমধ্যে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী কে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি ও করা হয়েছে।একই সাথে চলছে তদন্ত ও জিজ্ঞাসাবাদ । কিন্তু এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা ও থেমে নেই ।আওয়ামীলীগ দাবী করছে কোন স্বাক্ষ‍্য প্রমান ছাড়াই সরকার এই আদালতের মাধ‍্যমে আওয়ামীলীগের নেতা কর্মীদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করতে কাজ করে যাচ্ছে । তারা দাবী করছেন পাবলিক প্রসিকিউটর সহ দলীয় লোকদের কে এই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করেছে সরকার ।আবার অনেকে বলছেন বিচার প্রক্রিয়া ধীর গতিতে চলছে ।

ফলে আইন উপদেষ্টা এ ব্যাপারে গতকাল‍্য একটি বিবৃতি দিয়েছেন তার ফেইসবুক পেইজে লাইবে এসে । তিনি বলেছেন,গণহত্যার বিচারে কোনো গাফিলতি হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ছিল না, তদন্ত কর্মকর্তা ছিল না। এক সপ্তাহের মধ্যে প্রসিকিউশন টিম করা হয়েছে। তড়িঘড়ি করে বিচার করে বিচারকে প্রশ্নের মুখে ফেলা যাবে না।

বিচার নিয়ে কোনো গাফিলতি হবে না, নিশ্চিত করে বলতে চাই। 

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে এ কথা বলেন আসিফ নজরুল।

শূন্য হাতে ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, সব সমস্যা কাটিয়ে বিচারকাজ দ্রুতই করা হচ্ছে। গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি হাছান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো লোকগুলো কীভাবে পালিয়ে গেল সেই উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছেন। একই সঙ্গে তাদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের তিনটি প্রধান কাজ হচ্ছে- গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা।

Leave a comment

Trending