https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

আন্তর্জাতিক ডেস্ক ঃ যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার ফেইসবুক পেইজে বাংলাদেশ আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা মূলক পরামর্শ দিয়ে তার ফেইসবুক পেইজে পোস্ট দিয়েছেন। আমরা তার পোস্ট সরাসরি আমাদের পাঠকদের জন্য এখানে তুলে ধরেলাম ঃ

সন্মানিত দলীয় নেতাকর্মী ভাই-বোনেরা আমার সংগ্রামী সালাম ও মুজিবীয় শুভেচ্ছা নিন। দেশের এই পরিবর্তিত ক্রান্তিলগ্নে আমরা যারা জাতির পিতার মতাদর্শের এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার একনিষ্ঠ দেশপ্রেমিক শান্তিপ্রিয় ও মহান স্বাধীনতার স্বপক্ষের প্রগতিশীল চেতনার রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং দলীয় জনপ্রতিনিধি রয়েছি, তিনাদের জন্য বোধহয় এখন মোক্ষম কাজ হবে নিজেদের নিরাপত্তার বিষয় সুক্ষ্ণভাবে মাথায় রেখে নিজেদের মধ্যে যথাসম্ভব যোগাযোগ রাখা, দলীয় কর্মী-সমর্থকদের সাহস-শক্তি-অনুপ্রেরণা এবং উৎসাহ জোগানো, এ্যারেষ্ট হওয়া থেকে দূরে থাকতে নিজেদেরকে সতর্ক অবস্থানে রাখা, দলের সকল নেতা-কর্মীদেরকে দলের পক্ষে অনড় অবস্থানে রাখার জন্য পজেটিভভাবে দলীয় অ্যাক্টিভিটিস এবং এ্যাডভোকেসি অবিচল রাখা, নিজেদের মধ্যে এবং ভিন্নমতের যে কারও সাথে তর্ক-বিতর্ক সংক্রান্ত যেকোনো বিষয় একদমই এড়িয়ে চলা, পেছনের যেকোনো ভুলভ্রান্তির বিষয় নিয়ে সচেতন থেকে অতীত থেকে শিক্ষা নিয়ে পেছনের বিষয়গুলো নিয়ে এবং বিগত সময়ের নেতাদের এবং জনপ্রতিনিধিদের নিয়ে এইমূহুর্তে একদমই পরনিন্দামুখর না থেকে পজেটিভ আত্মসমালোচনার মাধ্যমে আগামী দিনের জন্য ভালো-ভালো পরিকল্পনা এবং আইডিয়া অনুসন্ধানে ব্রতী থাকা, সংকটে-কষ্টে এবং বিপদে থাকা দলীয় কর্মী-সমর্থকদেরকে সাধ্যমতো সহযোগিতা করা এবং মিথ্যা মামলায় আটক হওয়া ও কোর্ট হাজিরায় থাকা অসহায় নেতা-কর্মীদেরকে দলীয় আইনজীবী সহ দলীয় স্বচ্ছল নেতা-কর্মীদের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা-সহযোগিতা করা এবং পাশে দাঁড়ানো,

তিনি বলেন ,আমাদের আশাভরসার একমাত্র অপরিহার্য আশ্রয়স্থল জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার নিকট থেকে পাওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনা সহ সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিক কাজ করা এবং নেত্রীর জন্য ও দলের জন্য যা-যা করণীয় তা এক্কেবারে ঐক্যবদ্ধভাবে এবং গভীর ভ্রাতৃত্বের সাথে করা।

প্রতিক্রিয়াশীলদের যেকোনো আঘাতের বিণিময়ে শক্ত প্রতিঘাত দেওয়ার জন্য নিজেদেরকে শক্তপোক্তভাবে প্রস্তুত করা। নিজেদের মধ্যে সহমর্মিতা-আন্তরিকতা-ভাতৃত্ববোধ ও পরমতসহিষ্ণুতা মজবুত করা এবং দেশের শান্তিপ্রিয় দেশপ্রেমিক দলীয় নেতা-কর্মীদের রক্ষা করতে নেত্রীকে অতিদ্রুত সন্মানের সাথে দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে যেকোনো ধরনের ব্যক্তিবলয় কিংবা গ্রুপ সিন্ডিকেট থেকে পুরোমাত্রায় বেরিয়ে আসা ।

খোদা হাফেজ ,

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু

সূত্র ঃ আনোয়ারুজ্জামানের ফেইসবুক পেইজ থেকে

Leave a comment

Trending