
আন্তর্জাতিক ডেস্ক ঃ মিশিগান স্টেটেইট আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৮ ডিসেম্বর স্থানীয় হলিডে ইনের বলরুমে | আলোচনা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান | হলভর্তি উপচেপড়া বঙ্গবন্ধুর সৈনিকদের মুহুর্মুহু শ্লোগান এবং করতালির মাঝে দীর্ঘ এক ঘন্টার উপরে বক্তব্যে তিনি বর্তমান অবৈধ অনির্বাচিত স্বৈরাচারী ইউনুস সরকারের প্রতিহিংসামূলক নির্যাতন , হত্যা , লুটপাটের চিত্র তুলে ধরেন | তিনি সবাইকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ , স্বাধীনতাবিরোধী সরকারকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়ার আহবান জানান |
মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন এর সভাপতিত্বে এবং মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসার সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণের ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান , সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক প্রমুখ | নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি টানা হয় |
প্রেস রিলিজ

Leave a comment