https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামীলীগের আগামী নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা।বিএনপি চায় আওয়ামীলীগকে নিয়ে নির্বাচনে অংশ নিতে ।অন‍্যদিকে জামাত চায় বিচার পক্রিয়া শেষ না হওয়ার আগ পর্যন্ত যেন আওয়ামীলীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে ।কিন্তু আওয়ামীলীগ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল এবং দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আওয়ামীলীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই যদি না সরকার বা আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষনা না করে।তাছাড়া দেশের সর্ববৃহৎ দলকে নির্বাচনে বাদ দিয়ে নির্বাচন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ও ।

ফলে আজ সোমবার সিইসি চট্টগ্রামে নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় বলেছেন ,সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই ব। তিনি বলেছেন, আমরা বিবেকের চাপে আছি। এ দেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের ওপর কোনো চাপে নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। ডানে বাঁয়ের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই।’

আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘এইবার আগের মতো আর ভোট হবে না।

ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত করব। এ জন্য বাড়ি বাড়ি যাব।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬-এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু ভোট করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ জন্য সবার সহযোগিতা লাগবে।’

Leave a comment

Trending