https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

হবিগঞ্জ প্রতিনিধি ঃ সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনা যেন থামছেই না । প্রতি সপ্তাহে কোন না কোন এলাকায় সড়ক দূর্ঘটনা ঘটেই চলেছে । প্রান হারাচ্ছে অগনিত মানুষ ।অদক্ষ চালক , মদপান করে গাড়ি চালানো, ফিটনেস বিহীন গাড়ি এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে অনেকেই মনে করে থাকেন।এর সাথে রয়েছে অল্পবয়সী ছেলেদের নিয়ম না মেনে কিংবা দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো। ফলে প্রায়ই সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় অল্পবয়সী ছেলেরা মারা যাচ্ছে।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে টমটম ইজিবাইকের পেছনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ২ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহতরা বাদশা কোম্পানির পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক ছিলেন। সকালে ব্যাটারিচালিত ইজিবাইকে তারা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগা গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a comment

Trending