
সিলেট প্রতিনিধি ঃ সিলেট সহ সাড়া দেশে প্রতিদিন কোন না এলাকায় এক অথবা একাধিক লাশ খুঁজে পাওয়া যাচ্ছে রাস্তা , পুকুর , হাওয়র কিংবা বাড়ির পাশ্বে নর্দমায় । । আর এই সব খুনের ঘটনা পোস্ট হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন ।গত ৪/৫ মাস থেকে দেশের আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে দেশের মানুষ আজ আতঙ্কে জিবন অতিবাহিত করছেন বলে অনেকে অভিযোগ করেছেন ।
আজ সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে পুকুর থেকে আলাল উদ্দিন (৬০ )নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷ রোববার সকাল ১০টার দিকে বাঘা ইউনিয়নের আঙারকুরি হাওরের মাঝখানে লন্ডন প্রবাসী মুন্না মিয়ার বাড়ির পুকুর থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
বৃদ্ধ আলাল উদ্দিন বাঘার ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের মৃত তমজিদ আলীর ছেলে।
নিহত বৃদ্ধের ছেলে মাহফুজুর রহমান জানান, আমার পিতা একজন মানসিক রোগী ছিলেন। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হলে রাত ৯টার দিকে আমার পিতাকে বাঘা পরগনা বাজারে দেখি। এরপর থেকে আর তাকে খোঁজে পাইনি। এর পরদিন আজ রোববার সকালে জানতে পারি যে আমার পিতা একটি পুকুরের পানি পড়ে রয়েছেন। পরে গিয়ে আমরা সনাক্ত করি। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা জানান, পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

Leave a comment