
সিলেট প্রতিনিধি ঃ ঢাকায় বসবাসরত ডিজিটাল ক্রিয়েটার পেশার সাথে জড়িত এক মহিলার নামে বিজ্ঞাপন প্রতারনার অভিযোগে হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন বেশ কয়েকজন প্রবাসী,ফেইসবুক পেইজ ও ইউটুব ইউজার ।

যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের এক অনলাইন মিডিয়ার মালিক আমাদের প্রত্রিকায় অভিযোগ দায়ের করেন এই মর্মে যে , Shamsun nahar নামে এই আইডির মালিক তিনি নিজে। এবং তার আইডি থেকে তিনি নিয়মিত ফেইসবুক ও ইউটিউব মনিটাইজেশনের জন্য ফলোয়ার্স ও ওয়াচটাইম অর্থের বিনিময়ে সরবারাহ করে থাকেন এই মর্মে বিজ্ঞাপন প্রচার করে থাকেন ।তার আইডিতে বিজ্ঞাপন দেখে তার সাথে মেসিন্জারে যোগাযোগ করেন জনৈক যুক্তরাষ্ট্র প্রবাসি ।তিনি ১০০০ ওয়াচ্ টাইম ক্রয়ের জন্য মৌখিকভাবে চুক্তি করেন এবং ঐ মহিলা তার জন্য ৮০০০ টাকা চার্জ দাবী করেন । পরে আলাপ আলোচনার মাধ্যমে ৬৩৯০ টাকা চার্জ নির্ধারিত হয় । পরবর্তীতে উক্ত মহিলার বিকাশ নং 01964506207 তে উক্ত প্রবাসী ৬৩৯০/ (ছয় হাজার তিনশত নব্বই )টাকা পাঠিয়ে দেন এবং উক্ত মহিলা টাকা পাওয়ার প্রাপ্তি ও ইনবক্সে স্বিকার করেন ।টাকা পাওয়ার পর উক্ত মহিলা জনৈক যুক্তরাষ্ট্র প্রবাসীকে ফেইসবুক থেকে আনফ্রেন্ড করে মেসিন্জার বন্দ করে দেন । আজ প্রায় এক মাস অতিবাহিত হলে ও উনি কোন টাকা ফেরত দেন নি । অপর দিকে ভুক্তভোগী উক্ত মহিলার সাথে কোন ধরনের যোগাযোগ করতে না পেরে আমাদের পত্রিকায় অভিযোগ দায়ের করেছেন ।উক্ত মহিলার সাথে জনৈক প্রবাসীর ইনবক্সে যোগাযোগের সকল প্রমান এখানে তুলে ধরা হলো ঃ

উল্লেখ্য উক্ত মহিলার বিরুদ্ধে সিলেটের আরেক ডিজিটাল ক্রিকেটার মোঃ আহাদ জানিয়েছেন ২০২৪ সালের জুলাই মাসে তিনি এরকম একটি বিজ্ঞাপন দেখে ৪০০০ ওয়াচ্ টাইম ক্রয়ের জন্য তাকে ১৮০০০/ টাকা প্রদান করেন কিন্তু ঐ সময় ও একইভাবে উক্ত মহিলা টাকা পাওয়ার পর ভুক্তভোগীর সাথে ফেইসবুকে যোগাযোগ বন্ধ করে দেন । ভুক্তভোগী জানান সামসুন নাহার নামের ঐ মহিলা ঢাকায় বসবাস করলে ও তিনি কাউকে তার অবস্থান জানতে দেন না ।
ফেইসবুক আইডিতে দেওয়া ঐ মহিলার বিজ্ঞাপন ঃ


হবিগঞ্জের নিম্মি নামের এক মহিলা অভিযোগ করেন উক্ত মহিলা ২০২৪ সালের নভেম্বর মাসে একইভাবে ৪০০০ ওয়াচ্ টাইম প্রদানের কথা বলে তার কাছ থেকে ১৭০০০ (সতের হাজার)টাকা নিয়ে ফেইসবুক থেকে তাকে আনফ্রেন্ড করে উদাও হয়ে যান । পরে তিনি তার ঐ টাকা আর ফেরত পান নি ।

অনুসন্ধানে জানা যায় , শামসুন নাহার নামের ঐ মহিলার বাড়ি মূলত গাইবান্ধা । তিনি ঢাকায় বসবাস করেন । বর্তমানে তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরী করেন ।কিন্তু তিনি দীর্ঘদিন থেকে তার উল্লেখিত আইডিতে মনিটাইজেশনের জন্য ফলোয়ার’স ও ওয়াচ্ টাইম প্রদানের বিজ্ঞাপন দিয়ে অভিনব কায়দায় ক্রেতাদের কাজ না করেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন ।
অভিযোগকারীদের দাবী, উক্ত প্রতারক মহিলার মাধ্যমে যাতে অন্য ব্যক্তিরা প্রতারিত না হন তার জন্য সবাইকে সচেতন হওয়া দরকার একই সাথে তাকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করা এখনই প্রয়োজন তা নাহলে শত শত মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।নিচের ইনবক্স মেসেজ দিয়ে উনি লিখেন জানুয়ারীর ৮ তারিখে টাকা দিয়ে দিবেন এই কথা লিখে জনৈক প্রবাসীকে ফেইসবুক থেকে আনফ্রেন্ড করে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন । কিন্তু আজ পর্যন্ত তিনি কোন টাকা ফেরত দেন নি ।কোন উপায়ন্তর না পেয়ে তিনি মিডিয়ার শরনাপন্ন হন ।

ভুক্তভোগী ঐ যুক্তরাষ্ট্র প্রবাসী জানিয়েছেন তার কাছে টাকা পাঠানোর সকল প্রমান ও কতোকথনের রেকর্ড রয়েছে । তিনি শীঘ্রই প্রতারনার দায়ে উক্ত মহিলার নামে ডিজিটাল আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ।
এটি হলো উক্ত মহিলার ফেইসবুক আইডি ঃ

অভিযোগের সত্যতা যাচাই করার প্রয়োজনে ঐ মহিলার আরো কিছু ছবি এখানে পোস্ট করা হলো ঃ



Leave a comment