নিউইয়র্ক প্রতিনিধি ঃ আবারও হোয়াইট হাউজের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করে একবার প্রেসিডেন্ট হওয়ার পর দ্বিতীয় বার হেরে গিয়ে তৃতীয়বার আবারও ক্ষমতায় ফিরে আসা মার্কিন ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট তিনি ।ফলে তার এই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতুহলের অন্ত নেই পুরো বিশ্বে।
জানা যায় ,যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসিজুড়ে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা । বিশ্ব সহ যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন সেই শপথ অনুষ্ঠানে বলে জানা যাচ্ছে।একই সাথে বিশ্ব রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে আগামী দিনগুলোতে বিশেষ করে ফিলিস্তিন ও এসিয়ার বিভিন্ন দেশে এমনটি ধারনা করছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গন ।


Leave a comment