https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস‍্য বিএমএের সাবেক সভাপতি, ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে হত্যা মালায় আসামি করে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কোন থানায় মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

মোস্তফা জালাল মহিউদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তফা জালাল মহিউদ্দিন। ২০২২ সালের ২৪শে ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাকে সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

Leave a comment

Trending