
সিলেট প্রতিনিধি ঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছের দরদামকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার পর মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টা একটা থেকে বেলা পৌনে ৩টা পর্যন্ত উপজেলার টুকেরবাজারের বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ।
খবর পেয়ে পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করতে ২১টি কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দেড় ঘণ্টার মত যান চলাচল বন্ধ ছিল।
আহতরা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৪ জানুয়ারি বিকালে বউ বাজারে মাছের দরদাম নিয়ে পশ্চিম টুকেরগাঁও ও নয়াগাঙ্গেরপাড় এলাকার বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ইসলামপুর, পশ্চিম টুকেরগাঁও এবং নয়াগাঙ্গেরপাড় এলাকার বাসিন্দারা বিভক্ত হয়ে যান। মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ মাইকিং করে লোকজন জড়ো করতে থাকেন।

Leave a comment