https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ দেশে ৫ আগস্টের পর থেকে হত্যা খুন গুম অস্বাভাবিক হারে বেড়েই চলেছে । প্রতিদিন অসংখ্য নারী পুরুষ হত্যার স্বীকার হচ্ছেন ।আইন শৃঙ্খলা চরম অবনতিই মানুষের স্বাভাবিক জীবন যাপনকে আতংকিত করে তুলেছে ।

গতকাল‍্য মাগুরায় এক শ্রমিকলীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা ।তার নাম রফিকুল ইসলাম রুমন (৪০)। তিনি মাগুরায় জেলা শ্রমিক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

নিহত রুমন মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের তিনবারের লাইন সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শহরের পারলা এলাকায় বসবাস করা রুমন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের বুজরুক শ্রীকুণ্ডী গোয়ালবাড়ি এলাকার মৃত আক্কাস মোল্লার ছেলে।

নিহতের বড় ভাই মিলন বলেন, রুমন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। রোববার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরদিন ভোর রাতে খবর আসে চারা বটতলা এলাকায় রুমনের মরদেহ পড়ে আছে।কে বা কারা তাকে হত্যা করেছে তা এখন ও জানা যায় নি ।

Leave a comment

Trending