https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ আগামী নির্বাচন কবে হতে পারে এ নিয়ে অন্তভর্তী সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আগাম ইঙ্গিত দিলে ও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ সব বক্তব্য তাদের ব্যক্তিগত বলে জানিয়ে দেওয়া হচ্ছে । ফলে সাধারণভাবেই নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কিছুই জানে না দেশবাসী।কিন্তু এবার সরাসরি প্রধান নির্বাচন কমিশনার তিনি নিজে নির্বাচন নিয়ে একটি আগাম মন্তব্য করলেন যেখানে তিনি বলেলেন যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হয় তাহলে অক্টোবরের মধ‍্যে তফসিল করতে হবে ।

আজ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে করতে চাইলে অক্টোবরে তফসিল করতে হবে। এ ছাড়া আইন-কানুন, বিধি-বিধান সংস্কারসহ ভোট সংক্রান্ত যাবতীয় কাজ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন আগারগাঁওয়ে চলমান সংস্কারে সীমানা পুননির্ধারণ, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি বলেন, পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোনো কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে। স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চাই না। এসংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে।

ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য না।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন, সুপারিশে অনেক কিছু দেওয়া যায়। বাস্তবায়ন করা কঠিন। ‘ভাঙা’ নির্বাচনব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে প্রায় ১৫০ সুপারিশ রেখেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।

সীমানা নির্ধারণে কমিশনের হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে সিইসি বলেছেন, এটা ‘ইসির এখতিয়ার’। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে। ভোটার হালনাগাদ এবং সীমানা নির্ধারণের জন্য ইসির বাইরে অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য না।

Leave a comment

Trending