https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ চাকুরী জাতীয়করণসহ ৬ দফা দাবিতে সোমবার ২৭ জানুয়ারি থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকেরা।  সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।কিন্তু সেখানে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের নির্যাতন ও নিপীড়ন চালানোর ভিডি ও সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।শিক্ষকরা কনকনে এই শীতের মধ‍্যে রাস্তায় শুয়ে রাত্রি যাপন করেছেন ।

তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের নীতিমালা মেনে শিক্ষা কার্যক্রম চালানো হলেও কোনো ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি। ১৫ হাজার মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক মান‌বেতর জীবযাপন কর‌ছেন। দাবি মানা না হলে রাজপথ না ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন তারা। এ ছাড়া শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান।

গত রোববার একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকেরা। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। ওই সময় বেশ ক‌য়েকজন আহত হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছেন।

ইবতেদায়ি শিক্ষকদের ৬টি দাবি হলো-

১. স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা।

২. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ। 

৩. স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার আলাদা নীতিমালা।

৪. পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন। 

৫. প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া। 

৬. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি চালুর অনুমোদনের ব্যবস্থা নেওয়া।

Leave a comment

Trending