https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ জাতীয় নির্বাচনের দাবিতে চাপ সৃষ্টি করতে বিএনপি ‘দ্রুত আন্দোলনের যাবে’ এমন ইঙ্গিত দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার দুপুরে এক আলোচনা সভায় দেশের জনগনের মধ্যে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে দলের এই অবস্থান স্পষ্ট করেন তিনি।

সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে… সেটা সকল সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন অন্তবর্তীকালীন সরকার সকল সিদ্ধান্ত নির্ভূলভাবে নেবে এটা তো সঠিক নয়… ভুল তাদেরও হতে পারে। কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি ও সামাজিক শক্তিগুলোরও আছে।”

‘‘সেই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে, সরকারের ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিস্কার করার জন্য আমরা খুব দ্রুত পদক্ষেপ নেবো ।সেই (পদক্ষেপ) কে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বক্তব্য তুলে ধরে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যে বলেন, যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি যাতে সরকার সঠিক পথে থাকে।”

‘‘এই সরকারের একটি ভালো গুন আছে তা হচ্ছে, সরকার মাঝে-মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, গো ধরে বসে থাকে না। সরকার যখন ভুল সুদরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগনের সরকার।”

অন্তবর্তীকালীন সরকারকে সঠিক রাস্তায় রাখতে ‘যথেষ্ট সমালোচনা’র ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘‘আজকের দিনে প্রশ্ন হচ্ছে যে, আমরা সামনের দিকে কি কি সংস্কার চাই, কিভাবে নির্বাচন চাই, কখন নির্বাচন চাই ইত্যাদি, প্রশ্ন হচ্ছে এই সরকারের সফলতা, ব্যর্থতা, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা।”

‘‘আমরা যদি এই অন্তবর্তীকালীন সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য।”

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জার্ণালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

‘সংস্কার প্রসঙ্গে’ সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘নির্বাচন যদি বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা আপনাদেরকে জনগনের কাছে তুলে ধরতে হবে। ইতিমধ্যে ৬ মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে সেই রিপোর্টের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো, সামাজিক শুক্তিগুলো এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলার কথা… রিপোর্ট প্রদানের পরে প্রায় ১৪/১৫ দিন পার হয়ে গেছে সেই উদ্যোগ অবশ্য এখনো দেখা যায়নি। আমি আশা করি আপনারা(সরকার) যে সমস্ত বিষয়গুলো রাজনৈতিক দল, সামাজিক শক্তিগুলো, বিশেষজ্ঞগন ঐক্যমত পোষন করতে পারে সেগুলো আগে চিহ্নিত করুন সংস্কারের মধ্যে।”

‘‘সংস্কার কমিশনের রিপোর্টগুলো অত্যন্ত সুন্দর…বুঝলাম। কিন্তু সকল বিষয়গুলো কি এসেছে? অবশ্যই না। আবার কিছু বিষয় কি অতিরিক্ত এসেছে? অবশ্যই হ্যাঁ। আর কিছু বিষয় এসেছে যেগুলো বাস্তবায়ন করা যাবে না… যে বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সামাজিক কালচারে যায় না সেইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ যারা সংস্কার কমিশনের বসেছেন আপনারাও মানুষ… আপনাদের সকল বক্তব্য রিকমন্ডেশন ১০০% সঠিক এমন কোনো নিশ্চিয়তা নাই… সেজন্য আলোচনার কথা এসেছে।”

Leave a comment

Trending