https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জে কাজী দীপু (৩৬) নামে এক সৌদি প্রবাসীকে হত্যা মামলায় ৩৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

সহকারী সকরারি কৌঁসুলি ফাতেমা ইয়াসমিন বলেন, মামলার ৩৭ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। কিন্তু হত্যা মামলা হওয়ায় নিম্ন আদালতে জামিনের কোনো সুযোগ নেই। এছাড়া তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এজন্য আদালত তাদেরকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।

জানা যায়, গত বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে প্রবাসী দীপু নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। নিহতের ভাই সজলু মিয়া বাদী হয়ে শনিবার রাতে সদর মডেল থানায় ৬০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Leave a comment

Trending