https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ জয়পুরহাটে ইসলাম কট্টরপন্থীদের প্রতিবাদে বাতিল হয়ে গেল মহিলাদের ফুটবল ম্যাচ। সাম্প্রতিক সময়ে এরকম ঘটনা দ্বিতীয়বার ঘটল।মহিলাদের ফুটবলে অংশগ্রহণের বিরোধিতা করে ইসলামী স্কুলের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আরও কিছু মানুষ মিছিল করে যান। জয়পুরহাট ও রংপুর জেলার মহিলা দলের মধ্যে খেলা চলছিল। প্রতিবাদের জেরে সেই ম্যাচ বাতিল হয়ে যায়। টুর্নামেন্টের আয়োজক স্যামুয়েল হাসান ইমন একটি সংবাদ সংস্থাকে বলেন, “আমাদের এলাকার ইসলামীরা একটি মাঠে জড়ো হন, এরপর ভেন্যুর উদ্দেশে রওনা দেন। শতাধিক মানুষ ছিলেন। পরিস্থিতির অবনতি হয়। তাই আমাদের ইভেন্ট বাতিল করতে হয়েছে।”

ইসলামী কট্টরপন্থীরা এই মিছিলে নেতৃত্ব দেন। তাঁরা দাবি করেন, মহিলাদের ফুটবল খেলা ইসলাম-নীতির বাইরে। প্রতিবাদে অংশ নেওয়া মাদ্রাসার এক হেড মাস্টার আবু বাক্কার সিদ্দিকী বলেন, মেয়েদের ফুটবল খেলা ইসলাম-বিরোধী।  আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যাওয়া যে কোনও কিছু বন্ধ করা আমাদের ধর্মীয় কর্তব্যের মধ্যে পড়ে।

দিনাজপুরের নিকটবর্তী শহরে একই রকম ঘটনা ঘটে একদিন আগেই। ইসলামীরা লাঠি চালানোয় সেখানে মহিলাদের একটি ম্যাচ স্থগিত রাখা হয়। নিরাপত্তার কথা ভেবে খেলোয়াড়দের সরিয়ে   নিয়ে যায় প্রশাসন। এই সময়ে ইসলাম কট্টরপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে  অপর এক গোষ্ঠীর সংঘর্ষ বাধে। উভয় গোষ্ঠীই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে। স্থানীয় সরকারি অফিসার অমিত রায় জানান যে, ঘটনায় চার জন জখম হয়েছেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a comment

Trending