https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ যে বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত , যেখান থেকে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন। যে বাড়িটিকে শেখ হাসিনা যাদুর ঘর বানিয়েছিলেন সেই বাড়িটি আজ ভেঙ্গে ফেললো তথাকথিত বৈষম্যনামধারী সন্ত্রাসীরা

মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। পরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি।

শুধু ধানমন্ডির বাড়ি নয়, অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে। এ ছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য-ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামফলক।

সরেজমিনে প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত ৮টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র-জনতার ভিড়। একপর্যায়ে ছাত্র-জনতা গেট ভেঙে ধানমন্ডির ৩২ নম্বরের তিন তলাবিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। কেউ কেউ লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে অংশ নেন। কেউ কেউ আবার জানালার গ্রিল, কাঠের ফ্রেম ও ফটকের অংশবিশেষ ভেঙে নিয়ে যান।

আশ্চর্যের বিষয় হলো আগের দিন রাতে কর্মসূচী দিলে ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়িটি রক্ষা করার কোন উদ্যোগ করা হয় নি ? সেখানে কোন পুলিশ মোতায়েন করা হয় । প্রায় সব কিছু শেষের পরে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙচুর কারীদের কে বাধা দিতে দেখা যায় যা দেশের মানুষকে হতাশ করেছে ।

Leave a comment

Trending