https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিনকে ৪ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

মামলার শুনানি চলাকালে হেটে চলা লাঠি দেখিয়ে তিনি বিচারককে বলেন, আমি যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ৫ আগস্টে আমি নিজের বাড়িতে ছিলাম। আমি লাঠি দিয়ে হাটি। আমার রিমান্ড নামঞ্জুর করা হোক।

শমসের মবিন সাংবাদিকদের উদ্দেশ্য হাত উঁচু করে বলেন, ‘এই দেখুন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত আসামির হাতে হাতকড়া।’

একটু পর থেমে তিনি আরো বলেন, ‘খেতাবপ্রাপ্ত আহত ও পঙ্গু একজন মুক্তিযোদ্ধার হাতে হাতকডা এটা কেন?’ এরপর তিনি নীরবে হাজতখানায় হেঁটে যান।

Leave a comment

Trending