
নিউইয়র্ক প্রতিনিধি ঃ বৈষম্যবিরেধী ছাত্র সংগঠনের নামে জামাত শিবিরের নেতাকর্মীদের দ্বারা ঐতিহাসিক ৩২নং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভোল্ট রোজার দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কোন রকম বাধা ছাড়াই ভেঙ্গে ফেলার প্রতিবাদে আজ নিউইয়র্কের জেকশন হাইটের নবান্ন পার্টি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয় ।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ড. প্রদীপ করের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন , প্রচার সম্পাদক হাজি দুলাল মিয়া এনাম , নিউইর্য়ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল , শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, শাহ মোহাম্মদ বক্তিয়ার , হাকিকুল ইসলাম খোকন , আক্তার হোসেন , জালাল উদ্দিন জলিল , শেখ আতিকুল ইসলাম , স্বীকৃতি বডুয়া , নুরুজ্জামান সরদার , রোমানা আক্তার, জি এম শাহজাহান, আব্দুল কাদের মিয়া , নিশাদ মৃদা , শাহিন মোহাম্মদ শেখ , দিলোয়ার হোসেন মোল্লা , রফিকুল ইসলাম , অধির কুমার শিকদার , নুরুল ইসলাম , মোহাম্মদ আবুল কাশেম , শেখ জামাল হোসেন, হ্রদয় মিয়া সহ আর অনেকে ।

Leave a comment