
আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাস্ট্রিয় সফরে যুক্তরাষ্ট্র রয়েছেন । এটি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ।

আজ বৃহস্পতিবার দুই নেতা বৈঠকে মিলিত হন ।তারা দুজন ভারত – আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।

বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। এ সময় একে অপরকে আলিঙ্গন করেন ও হাত মেলান ট্রাম্প-মোদি।
দুই নেতা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এমন এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন ‘ডিপ স্টেটের’ জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই’। আমি বাংলাদেশের বিষয়গুলো প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিচ্ছি’, যোগ করে মোদির দিকে ফ্লোর দেন ডোনাল্ড ট্রাম্প । উত্তরে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা যায় ।

এদিকে মোদি – ট্রাম্প যখন বৈঠক চলছিলো তখন হোয়াইট হাউসের সম্মুখে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ড. ইউনুসের সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্গন ও আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা, ঘুম , নির্যাতন , হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও ঐতিহাসিক ৩২ নং বঙ্গবন্ধুর বাড়ি ও আওয়ামীলীগ নেতাকর্মীদের গ্রেফতার ,বাড়ি ঘর ভাঙচুরের প্রতিবাদে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আজ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় নেতৃবৃন্দ কিলার ইউনুস , স্টেপ ডাউন ইউনুস , ইত্যাদি শ্লোগান দিতে থাকেন ।


Leave a comment