
জাতীয় ডেস্ক ঃ আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।শিক্ষার্থীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আয়োজন করেন উপাচার্য ড. শুচিতা শরমিন। সশরীরে সভায় বাধা আসতে পারে জেনে তিনি ভার্চুয়ালি সভা করার প্রস্তুতি নেন।
সভাটি আওয়ামী সমর্থকদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ এনে বয়কটের আহ্বান জানিয়ে দুপুর থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীদের একাংশ। বিকেলে সিন্ডিকেট সভায় যোগ দিতে ববি উপ-উপাচার্য, ট্রেজারার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন উদ্দিন উপাচার্যের বাসভবনের সামনে এলে তাদের গেটেই আটকে দেন আন্দোলনরতরা। সিন্ডিকেট সভায় যোগ দিতে আসা আরও ৪ সদস্য উপাচার্যের বাসভবনের ভেতরে রয়েছে জানতে পেরে শিক্ষার্থীদের ওই অংশ বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভিসিবিরোধী স্লোগান দিতে থাকেন। এসময় তারা উপস্থিত সদস্যদের ৫ মিনিট সময় বেঁধে দেন উপাচার্যের বাসভবন ত্যাগ করার। সহকারী প্রক্টর মারুফা আক্তার শিক্ষার্থীদের প্রক্টর অফিসে যাওয়ার জন্য অনুরোধ করেন। শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অনড় থাকেন।
এমন পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন একটি মাত্র আলোচ্য বিষয় রেখে অনলাইনে সভার আহ্বান করে। কিন্তু সভা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন উদ্দিন।
উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী বলেন, সিন্ডিকেটের নির্ধারিত সভায় যোগদান করতে গিয়ে সভাস্থলে ঢুকতে বাধাগ্রস্ত হই। সেখানে প্রায় আধঘণ্টা অপেক্ষার পর জানা যায় সভাটি একটি মাত্র আলোচ্য বিষয়ের বিশেষ সভায় রূপান্তর করা হয়েছে। অলোচ্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জরুরি কোনো বিষয় না হওয়ায় এবং সশরীরে সভায় যোগদান করতে না পারায় আমি সভা প্রত্যাখ্যান করেছি।

Leave a comment