
জাতীয় ডেস্ক ঃ জামিনে কারামুক্ত হয়ে বাড়ি যাওয়ার পথে আবারও গ্রেপ্তার হয়েছেন বগুড়ায় আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মাহফুজা খানম লিপি (৪৫) সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য। এর আগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উচ্চ আদালতের আদেশে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a comment