
জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দের বিরোদ্ধে বিএনপির আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের প্রবাদে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিগত বছরের ৫ আগস্ট সুগভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশবিরোধী বিএনপি-জামাতের চক্র দেশি-বিদেশি যোগসাজশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে। এর পর খুনি-ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করা হয়। এই অবৈধ সরকার ও তাদের প্রত্যক্ষ মদদে বিএনপি-জামাত দেশব্যাপী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের বিরুদ্ধে দেশব্যাপী গণহারে মামলা দিতে থাকে। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রোণোদিত হয়ে এ ধরনের ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট মামলার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সব ধরনের নিপীড়ন চালিয়ে তাদের ঘরছাড়া করা হয় এবং মামলার ভয় দেখিয়ে বাণিজ্যও করা হয়। দেশের বিজ্ঞ আইনজীবীরা এসব মামলার মেরিট নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার একটি ঘটনায় একই সাথে হত্যা মামলা ও বেআইনি আইসিটি ট্রাইব্যুনালে গণহত্যা হিসেবে প্রহসনমূলক বিচার করার তৎপরতা নেওয়া হয়েছে। যে ট্রাইব্যুনাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জন্মের ইতিহাসের দায় মোচনের জন্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য প্রতিষ্ঠা করেছিলেন সেই ট্রাইব্যুনালে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে শেখ হাসিনার বিচার করার অভিপ্রায় সম্পূর্ণভাবে প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণতার বহির্প্রকাশ। আবার বিজ্ঞ আইনজীবীদের মতে যে মামলার মেরিট নাই তেমন কিছু মামলার এজাহার নিয়ে বিএনপি অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই হীন তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে তিনি বলেন, খুনি ফ্যাসিস্ট ইউনূস নিজেই স্বীকার করেছেন যে, জুলাই-আগস্টের আন্দোলন ছিল একটি নির্বাচিত সরকারকে উৎখাতের লক্ষ্যে ম্যাটিক্যুলাসলি ডিজাইনড। এই আন্দোলনের নেপথ্যে দেশধ্বংস ও বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করার নীলনকশা একে একে উন্মোচিত হচ্ছে। দেশের সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝতে শুরু করেছে। দেশবিরোধী এই গোষ্ঠীর দেশধ্বংসের পাঁয়তারা জনগণের সামনে দিবালোকের মতো স্পষ্ট। দেশের জনগণ এদের পরিকল্পিত ফাঁদে পা দিয়ে আজ অনুতপ্ত। তাই অবচেতন মনে সকলের সহজ-সরল স্বীকারোক্তি ‘আগেই ভালো ছিলাম’। তবে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে শুধু নিষ্ক্রিয় ঘৃণা বা বিরোধিতা নয়, সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার। জনগণের সম্মিলিত প্রতিরোধের কাছে এই দানবীয় শক্তি পরাজিত হতে বাধ্য, ইনশাল্লাহ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Leave a comment