https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

লন্ডন প্রতিনিধি ঃ ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও জঙ্গি হামলার প্রতিবাদে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনুসের এর পদত্যাগের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন ,ধানমন্ডি ৩২ বাংলাদেশের হৃদপিন্ড , বত্রিশ বাংলার আবেগ , এর এক একটি ইট এক একটি ইতিহাস।

তারা আর ও বলেন ধানমন্ডি-৩২ থেকেই বাংলাদেশের জন্ম। বত্রিশ নম্বরের ছাই থেকেই আবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
“রাষ্ট্রীয় মদদে স্বাধীন বাংলাদেশের সুতিকাগার জাতির পিতা বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়িটি ধ্বংস করা হল।
এর দ্বায় অবৈধ দখলদারদের নিতেই হবে। “৩২ এ হাত দিলে ঝালাই এর ধাতুর মত নিজেই পুড়ে যাবে, ৩২ হবে আরো শক্ত ।৩২ ই বাংলাদেশ বাংলাদেশের প্রতিটি ঘরই ধানমন্ডি ৩২ হবে বলে বক্তারা তাদের বক্তব্যে হুশিয়ারী উচ্চারণ করেন ।তারা অবিলম্বে ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেন।

Leave a comment

Trending