
আন্তর্জাতিক ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখা ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য ধ্বংসের প্রচেষ্টা, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি ভাঙার হুমকি, সন্ত্রাস, গণপিটুনি ও সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান।

তারা নোবেলজয়ী ইউনূসকে “ফ্যাসিস্ট” আখ্যা দিয়ে তার পদত্যাগ ও বিচারের দাবি তোলেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত।
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ এ সমাবেশে অংশ নেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে দেশের স্বাধীনতা, সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আহ্বান জানান।
ইউনেস্কোর সামনে এই বিক্ষোভ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment