https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১১৭জন নারী ও ৭২জন কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩০জন কন্যাসহ ৪৮জন। তার মধ্যে ৩জন কন্যাসহ ১১জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ১জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিমাসে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫জনকে। এর মধ্যে ৪জন কন্যা। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০জনের এর মধ্যে ৬জন কন্যা। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ১জন নারী। অগ্নিদগ্ধ হয়েছেন ১জন নারী। ৫জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে, তার মধ্যে ১জন কন্যা। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩জন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৩জন। এ ছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৫জন, এরমধ্যে ১জন কন্যা। ৩জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এর মধ্যে ২জন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গতমাসে বিভিন্ন কারণে ১০জন কন্যাসহ ৪৬জনকে হত্যা করা হয়েছে। ৩জন কন্যাসহ ১৭জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫জন কন্যাসহ ১৫জন আত্মহত্যা করেছে, এর মধ্যে ২জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। এ ছাড়া ৮জন কন্যা অপহরণের শিকার হয়েছে। এছাড়াও ১জন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। ১জন নারী সাইবার অপরাধের শিকার হয়েছেন। এছাড়া ৩জন কন্যাসহ ৩জন নারী মোট ৬জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

সৌজন্য ঃ ইনডিপেনডেন্ট

Leave a comment

Trending