https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

সিলেট প্রতিনিধি ঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজার এলাকায় ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছেন সাহসী গ্রামবাসী ।জনতার জিজ্ঞাসা বাদে ডাকাতদের একজন জানিয়েছে তার বাড়ি হরিপুর এবং সে ভাড়া বাড়ি নিয়ে হিলালপুর বসবাস করে । হরিপুরের লোক বাড়ি ভাড়া করে হিলালপুর থাকার কোন যুক্তি নেই ফলে এলাকার বাসীর মনে তাদের কথায় সন্দেহ হয় ।

মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্দেহভাজন তিনজন মোটরসাইকেলে ঘোরাফেরা করছিলেন এবং তাদের আচরণ ছিল সন্দেহজনক। এ কারণে স্থানীয়রা তাদের ধাওয়া করে আটক করেন। পরে, তাদের সঙ্গে থাকা

মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। রাত ৩টায় খবর পাওয়া যায় যে, আটক তিনজনকে একটি দোকানে আটকে রাখা হয়েছে। গোলাপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সম্প্রতি সাড়া দেশে ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর ফলে, সকল জেলা উপজেলা এবং গ্রামের সাধারণ মানুষ রাতে সড়কে বেরিয়ে পাহারা দিতে শুরু করেছেন এবং বিভিন্ন মসজিদের মাইকে সতর্কতা ঘোষণা করা হচ্ছে।

এদিকে আজ রাতে নিমাদল, ফুলবাড়ি, বারকোট, ধারাবহর, দত্তরাইল, ঘোগারকুল, রণকেলী গ্রামে মসজিদের মাইকে স্থানীয়দের সতর্ক করে দেওয়া হয়।

ডাকাতদেরকে আটক নিয়ে আমাদের প্রতিনিধির কথা হয় মনির উদ্দিন নামের এক গ্রামবাসীর সাথে তিনি জানান বিগত ১৫ বছরে এ রকম ডাকাতির ঘটনা শুনেন নি কিংবা গ্রাম বাসীকে সারা রাত জেগে পাহারা দিতে হয় নি এখন প্রতিটি গ্রামে গ্রামে ডাকাত আতংকে গ্রামের মানুষ রাতে ঘুমাতে পারে না । তিনি দেশের আইন শৃংখলা নিয়ে খোভ প্রকাশ করে বলেন আমরা গত ১৫ বছর খুব শান্তিতে ছিলাম বাবা পেট ভরে চারটা ভাত খেতে পারতাম , দিন শেষে হাজার টাকা রোজি করতে পারতাম এখন কিছুই নেই । ভয়ে ঘর থেকে বের হতে পারি না কখন কে কোথায় মেরে ফেলে সেই ভয়ে । অনেক দিন এখন না খেয়ে উপোস থাকতে হয় । শেখের বেটি ছাড়া এই দেশে শান্তি ফিরে আসবে না বলে তিনি আফসোস করেন ।

Leave a comment

Trending