
জাতীয় ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
তার পরিবার জানিয়েছে, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। দুপুর সোয়া ২টার দিকে বুথ থেকে টাকা তোলেন, এরপর ঢাকা ক্লাবে যান। সেখানেই কথা বলার সময় হঠাৎ পড়ে যান, আনুমানিক সময় ২টা ৪০ মিনিট। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আইসিইউতে স্থানান্তর করেন এবং কিছুক্ষণ পর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।
এই দুঃসংবাদে তার পরিবার, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে, যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন।
তবে উনার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে। কিছু গুজব রটানো হচ্ছে যে, উনি নাকি শাহবাগে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যা একেবারেই ভিত্তিহীন, কোন সত্যতা খুঁজে পাওয়া যায় নি ।

Leave a comment