
আন্তর্জাতিক ডেস্ক ঃ সুইডেন আওয়ামী লীগ এবং সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সহযোগিতায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে এক কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে স্টকহোমের এক মিলনায়তনে রবিবার ১৬ই মার্চ, ২০২৫ সন্ধ্যায় এক আলোচণা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চোধুরী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ড. ফরহাদ আলী খান।

উক্ত অনুষ্ঠানে সুইডেন আওয়ামী লীগের সকল সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা সপরিবারে উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ তামান্না হোসেন খান, সুইডেন যুবলীগের আহবায়ক জোবায়দুল হক সবুজ, সুইডেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিস হাসান তপন এবং সুইডেন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরহাদ রেজা। সভায় বঙ্গবন্ধু, ৭৫এ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তুযুদ্ধে শহীদ এবং অবৈধ জঙ্গি ইউনুস সরকার এর দ্বারা নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় বাংলাদেশে মুজিবাদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার অনুসারীদের উপর অবৈধ ইউনুস সরকার এর নেতৃত্বে পরিচালিত চলমান হত্যা, নির্যাতন, মামলা, হামলা, কারানির্যাতন ও সর্বোপরি মানবধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং দেশে বিদেশে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করা হয়। বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে হিংস্র, জুলুমবাজ ও মৌলবাদের দোসর অবৈধ জান্তার রাহু থেকে মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত করার শপথ নেয়ার আহবান জানান।

Leave a comment