
আন্তর্জাতিক ডেস্ক ঃ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ নিউইয়র্কে এক আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। সিটির জ্যাকসন হাইটসে সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার’। এতে সভাপতির বক্তব্যে বাকসুর সাবেক জিএস বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর বলেন, বাঙালি জাতির স্বাধীনতার জন্যে নিজের জীবন-যৌবন উৎসর্গকারি বিরল ব্যক্তিত্বের অধিকারি বঙ্গবন্ধু শেখ মুজিব। তার নেতৃত্বে পাওয়া স্বাধীনতাকে আজ তছনছ করার গভীর ষড়যন্ত্র চলছে। ইতিহাসের পাতা থেকে এই মহানায়কের অবদানকে মুছে ফেলার ঔদ্ধ্যত্ব দেখাচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও নব্য রাজাকাররা। ড. প্রদীপ কর বলেন, এহেন অব্স্থার পরিসমাপ্তি ঘটাতে একাত্তরের চেতনায় আবারো প্রবাসী বাঙালিদের দুর্বার আন্দোলনের ডাক নিয়ে এসেছে এবারের জন্মদিন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুনের সঞ্চালনায় এ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক মহাসচিব শাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, শিক্ষা সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ বখতিয়ার, আওয়ামী লীগ নেতা রুমানা আহমেদ, আখতার হোসেন, টি মোল্লাহ, সাখাওয়াত আলী, ফারুক হোসেন, সাখাওয়াত বিশ্বাস, আবুল কাশেম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সেক্রেটারি জুয়েল আহমেদ, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা শেখ জামাল, যুবলীগ নেতা জাহিদ হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন এবং রশেম নাথ, শেখ হাসিনা মঞ্চের সভাপতি এম এ জলিল, সেক্রেটারি কায়কোবাদ খান প্রমুখ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. কাদের মিয়া, সহ-সভাপতি মো. জাফরউল্লাহ এবং আবু তাহের রহমান মামুন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি।

বক্তারা বলেন, ১/১১ পরবর্তী সময়ের ন্যায় এখনো বঙ্গবন্ধুর পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। অপপ্রচারের সাগরে আওয়ামী লীগের ইমেজ ধ্বংসের এই নীল নক্সা রুখে দিতে প্রবাসের সকলকে সরব থাকতে হবে। বক্তারা অভিযোগ করেন, অন্যথায় বাংলাদেশের ভাগ্য আফগানিস্তান আর পাকিস্তানের মত হতে বিলম্ব হবে না। তেমন জঘন্য ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হচ্ছেন অধ্যাপক ইউনূস। জামাত-শিবিরকে সাথে নিয়ে অধ্যাপক ইউনূস বিশেষ এই মিশন নিয়ে মাঠে নেমেছেন বলেও বক্তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাঙালিরা আজ হতাশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নেই। নব্য রাজাকারদের ইশারায় বিচার কার্য চলছে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাই বাংলাদেশে আইনের শাসনের স্বার্থে এবং উন্নয়নের ফল্গুধারা আবারো প্রবাহিত করার অভিপ্রায়ে অবিলম্বে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা।

আলোচনা সমাবেশের আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা, ১৫ আগস্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা এবং ৫ আগস্টের ইসলামিক জঙ্গিদের হাতে নিহত আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীগণের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ নেতা টি মোল্লার নেতৃত্বে।

সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment