
জাতীয় ডেস্ক ঃ জাতীয় পার্টির ইফতার মাহফিলে একদল স’ন্ত্রা’সী সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে বলা জানা গেছে । এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার হাসান আল সাকিব,এশিয়ান টিভির শরিফুল ইসলাম সহ সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ।
এব্যাপারে এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার হাসান আল সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, মিরপুরের কচুক্ষেতে জাপা চেয়ারম্যানের একটি প্রোগ্রাম ছিল।বিকেল ৫ টায় মেইনস্ট্রিমের বেশ কয়েকজন সংবাদকর্মী সেখান যান । কিছুক্ষণ পর হঠাৎ কয়েকজন ছেলে এসে প্রোগ্রামে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি খারাপ দেখে তাঁরা বেশ কয়েকজন সাংবাদিক প্রোগ্রাম স্থান থেকে বের হয়ে যেতে চাইলে সামনে একটি টেলিভিশনের ভিডিও রিপোর্টারকে মারতে থাকে।এক পর্যায়ে ক্যামেরাটা ভেঙে ফেলে।তাঁর পিছনেই ছিলেন তিনি ।হাতে মাইক্রোফোন দেখে একটি ছেলে সিঁড়ি থেকে টেনে রাস্তায় নিয়ে এসে বাকি উপস্থিত লোকদের বলে এরা আমাদের ভিডিও করতে আসছে বলেই মারা শুরু করে। এরপর আরেকজন এসে পকেট থেকে মোবাইল আর মানিব্যাগ বের করে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেছেন ।
এক পর্যায়ে মাইক্রোফোন,ডিভাইস কেড়ে নেয়।আর অন্যদিকে মাথায় ব্যাট জাতীয় কিছু দিয়ে আগাত করা শুরু করে।মাথার আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে আরেকজন এসে বলে তোর কাছে আর কি কি আছে দিয়ে দে…. এরপর তিনিও আমার পকেটে হাত ঢুকিয়ে কিছু খোঁজার চেষ্টা করেন এরপর আর কিছু মনে নাই তার ।সহকর্মীরা আমাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে এসেছে ।
এ ছাড়া ও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা কর্মী সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে ।
সূত্র ঃ হাসান আল সাকিবের পেইজবুক পেইজ

Leave a comment