
জাতীয় ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ-এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ-এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
উল্লেখ্য, কাজী শহীদুল্লাহ আজ বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় তাঁর মেয়ের বাসভবনে ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহি…….রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭২ বছর এবং তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৯ মার্চ ২০২৫

Leave a comment