https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

নিউইর্য়ক প্রতিনিধি ঃ গতকাল নিউইয়র্ক সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের করা হয়েছে ।

এ আয়োজনের উপস্হিত ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার Adrienne E. Adams, মেজরিটি লিডার Amanda Farías, এবং কাউন্সিল সদস্য James F. Gennaro, Shahana Hanif, Shekar Krishnan, Linda Lee, Dr. Nantasha Williams.

আয়োজন কারীরা সম্মানিত অথিতিদের উপস্থিতর জন‍্য তাদেরকে ধন্যবাদ জানান এবং বলেন , যারা আমাদের প্রিয় মাতৃভূমির গৌরবোজ্জ্বল দিনটিকে সম্মানিত করেছেন,তাদের অসাধারণ উদ্যোগের মাধ্যমে প্রবাসেও আমরা স্বাধীনতার চেতনাকে গভীরভাবে অনুভব করেছি।এই দিনটিকে স্মরণ করতে গিয়ে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি ।শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের দেশ, সংস্কৃতি, এবং ইতিহাসের প্রতি।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ ফাইন আর্ট (বাফা )।এতে বাফার সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।

Leave a comment

Trending