
জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাসায় আজ বুধবার সন্ধায় দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালিয়েছে ।
এ দিকে এই হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশ ও প্রবাসের বিভিন্ন নেতৃবৃন্দ ।তারা বলেন ,দীর্ঘ দিন সিলেটে সকল রাজনৈতিক দল গুলোর মধ্যে সম্প্রীতির রাজনীতি বিরাজ করে আসছিলো ।গত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি , কিংবা জামাত কোন দলেরই নেতা কর্মীদের বাসা বাড়িতে রাজনৈতিক হামলা কিংবা ভাংচুর হয় নি ।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আব্দুল হাসিব মামুন , নিউইর্য়ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহীন আজমল ও নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল ওহাব জোয়ারদার মছুফ বলেন আরও বলেন , সিলেট সহ সাড়া দেশে নেতৃবৃন্দের বাসা-বাড়িতে হামলা , ভাঙচুর ওঅগ্নিসংযোগের যে সংস্কৃতি চালু হয়েছে এই অপরাজনীতির শেষ কোথায়, এখন আর তথাকথিত সুশীলদের মানবিক চেতনা জাগ্রত হয় না ভবিষ্যতেও তাদের মানবিক চেতনা যেন ঘুমন্ত অবস্থায় থাকে।আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবী জানাচ্ছি ।

Leave a comment