https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

লন্ডন প্রতিনিধি ঃ সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা-ভাংচুরের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখা (কার্ডিফ)।

সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত জননন্দিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় ২ এপ্রিল সন্ধ্যায় ছাত্রদল-যুবদলের সন্ত্রাসীরা হামলা-ভাংচুর করেছে।
এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখা কার্ডিফ।
নেতৃবৃন্দ এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের কাছে দেশ অনিরাপদ। দেশের ১৮ কোটি মানুষ আজ শংকায় দিনাতিপাত করছেন। দেশের সকল শ্রেণির মানুষ তাদের আচরণে অতিষ্ঠ হয়ে উঠছেন। ইউনুস সরকারের প্রত্যক্ষ মদদে জংগী’রা মব হামলা চালাচ্ছে।আইনশৃঙ্খলা যেমন নিয়ন্ত্রণ করতে পারছেনা, ঠিক তেমনি মানুষের জানমালের নিরাপত্তা দিতে ইউনুস গংরা ব্যর্থ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ গত ১৬ বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই নিরাপদ ছিলো। শেখ হাসিনার আমলেই দেশ শান্তি ও নিরাপদ ছিলো। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করছিলেন শেখ হাসিনা, আর ইউনুস গংরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জোরপূর্বক অবৈধভাবে ক্ষমতা দখল করে গত ৮ মাসে দেশকে একটি জংগী রাষ্ট্রে পরিণত করেছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি শুধু সিলেটের মেয়র’ই নন, তিনি যুক্তরাজ্য প্রবাসীদের আপনজন। এই যুক্তরাজ্যের সাথে তার আত্মার সম্পর্ক। আর তাই এরকম একজন জনবান্ধব মেয়রের বাড়িতে হামলার ঘটনায়, যুক্তরাজ্য প্রবাসীরাও নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছে।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার কর্মের মধ্যদিয়ে সিলেট সিটির মানুষের মন জয় করে নিয়েছেন। এরকম একজন জনপ্রিয়, জননন্দিত মেয়রের বাসায় হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। এ ধরনের ঘটনা প্রমাণ করে দেশে মবের মুল্লুক চলছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, গত প্রায় ৭ মাস ধরে লন্ডনে রয়েছেন।তার বাসায় কেয়ারটেকার ছাড়া পরিবারের কোন লোকজন বসবাস করছেন না। খালি বাসায় কেয়ারটেকারের উপর হামলা করে বাসা ভাংচুর করে,লুটপাট করে, জিনিসপত্রের ক্ষতিসাধন করা কিসের ইংগিত বহন করে?
ওয়েলস আওয়ামী লীগ এই ন্যাক্কারজনক জঘন্য, কাপুরুষোচিত হামলা এবং ভাংচুরের প্রতিবাদ জানাচ্ছে। এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে গ্রেফতারের আহবান জানাচ্ছে।

এ ধরনের ঘটনা ঘটিয়ে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না করে ইউনুস সরকার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
ওয়েলস আওয়ামী লীগ নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের বাসা বাড়িতে হামলা-ভাংচুরের নাম রাজনীতি নয়, এটা নিচ মন-মানসিকতার পরিচয় বহন করে। এ ধরনের হামলা-ভাংচুর কাপুরুষরাই করে থাকে। এটা জঘন্য এবং নিন্দনীয়। সমাজ এবং দেশের জন্য যা মঙ্গলকর নয় তা-ই ঘটছে এই ইউনুসের মবের মুল্লুকে।
দেশে এরকম হাজার, হাজার মানুষের বাড়ি-ঘরে হামলা ভাংচুরের ঘটনায় ইউনুস সরকারের কোন পদক্ষেপ নাই, তারা চোখ বন্ধ করে দেখছেন আর মবকারীদের প্রশ্রয় দিচ্ছেন।মানুষের জানমালের নিরপত্তা দিতে ব্যর্থ মবের মুল্লুকের রাজা, অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতা দখলকারী ইউনুস সরকারের পদত্যাগ দাবী করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখা (কার্ডিফ)।

Leave a comment

Trending