কানাডা প্রতিনিধি ঃ কানাডার মন্ট্রিয়ালভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যাণ্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি (GA3VH) গত ৮ই এপ্রিল ২০২৫ তারিখে কানাডার সংসদ ভবনের সামনে একটি শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে কানাডা প্রবাসি বাংলাদেশিরা ।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল বাংলাদেশে চলমান ইউনূস-শাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা তৈরি করা।
প্রতিবাদকারীরা জানান, বাংলাদেশে প্রতিনিয়ত ডাকাতি, সন্ত্রাস, শিশু নির্যাতন ও সংখ্যালঘু নারীদের ওপর গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটছে। এ ছাড়া, রাজনৈতিক প্রতিপক্ষ ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর হামলার ঘটনাও বাড়ছে বলে তারা বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।

Leave a comment