
আন্তর্জাতিক ডেস্ক ঃ গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র বার্ষিক সাধারণ সভা , গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৪/২৫ , ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২১শে এপ্রিল সোমবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ তানজিদ কাদির।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্ব পূর্ণ অবদানের জন্য বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম খানকে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড- ২০২৪ এ ভূষিত করা হয়। এছাড়া শিক্ষাবিদ তছউর আলী ও সুনামধন্য চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম হান্নান জুয়েল কে গোলাপগঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫ এ সম্মানিত করা হয়।

উক্ত অনুষ্টানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, হারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী, বার্কিং ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি, জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, কাউন্সিলর ফারুক মাহফুজ, মুজিবুর রহমান,বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রকিব, সাংবাদিক আব্দুল মতিন,লেখক গবেষক ফারুক আহমেদ, সাংবাদিক, প্রাবন্ধিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাবেক স্পিকার আহবাব হোসেন, রাজিব আহমেদ, রিপোর্টারস ইউনিটি ইউকে’র সভাপতি অধ্যক্ষ সাজিদুর রহমান, লন্ডনের বিভিন্ন বারার সাবেক ও বর্তমান কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সম্মানিত উপদেষ্টা মন্ডলী, ইসি ও বোর্ড অফ ডাইরেক্টরস কমিটির সদস্যবৃন্দ, সংগঠনের সম্মানিত ট্রাস্টিবৃন্দ সহ বিপুল সংখ্যক গোলাপগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়েছে।
অনুষ্ঠান শেষে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




Leave a comment