
জাতীয় ডেস্ক ঃ বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বাংলাদেশে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে। আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে তাঁর মন্তব্য সমগ্র জাতিকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। আমরা মনে করি, এটা গোয়েন লুইসের ব্যক্তিগত বক্তব্য, এটা জাতিসংঘের পর্যবেক্ষণ বা মন্তব্য না। জাতিসংঘ নিশ্চিতভাবে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে এ রকম পক্ষপাতিত্বমূলক মন্তব্যকে সমর্থন করে না। গোয়েন লুইস শুধু আজকে এমন মন্তব্য করেছে তা নয়। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরে বহির্শক্তির আধিপত্য প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তাঁর পক্ষপাতিত্বমূলক কার্যক্রম গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণকে কঠিন করে তুলবে। আমরা গোয়েন লুইসের পক্ষাপাতিত্বমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গোয়েন লুইস মন্তব্য করেছেন ‘আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে’। অথচ বাংলাদেশে বৃহৎ একটা জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে। সেই জনসমষ্টি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক কীভাবে হবে? আবার আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থক ও ভোটাররা নির্বাচনে ভোট না দিলে সেখানে কীভাবে জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হবে?
যে কোনো দেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও ব্যবস্থা জোরদার করার জন্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা পরামর্শ বা গাইডলাইন দিয়ে থাকে। অথচ এটা খারাপ শুনালেও সত্য গোয়েন লুইসের মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করবে। যা দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ব্যাহত করবে। জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থা যারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কাজ করতে চায় তাদেরকে নিরপেক্ষতা বজায় রেখে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে মন্তব্য করা বা পরামর্শ প্রদানের আহ্বান জানাচ্ছি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৪ জুন ২০২৫

Leave a comment