https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

লন্ডন প্রতিনিধি ঃ ১২ই জুন প্রবাসীদের সঙ্গে ‘মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠান ছিল প্রধান উপদেষ্টার।নিরাপত্তাজনিত সমস্যা আছে এমন কারণ জানিয়ে বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি। তবে নিরাপত্তার শক্তিশালী দেশে হঠাৎ করে নিরাপত্তার কারণ দেখিয়ে কেন বাতিল করা হলো ‘মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠান ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশি কমিউনিটিতে। এর কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে আসল রহস্য।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কঠোর পদক্ষেপে শেষমেশ ড. ইউনুসের নাগরিক সংবর্ধনা বাতিল করা হয়েছে। তবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিলের সুস্পষ্ট কারণ জানায়নি বাংলাদেশ হাইকমিশন।

সূত্র বলছে,যুক্তরাজ্য আওয়ামী লীগের কঠোর পদক্ষেপ ও সফরকে প্রতিহত করতে নানা কর্মসূচি ঘোষণা করার কারনে সংবর্ধনা থেকে সরে আসে আয়োজকরা।

নির্ধারিত মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা বাতিলের কারণ হিসেবে প্রধান উপদেষ্টার নিরাপত্তা এবং সুরক্ষার ঘাটতি রয়েছে উল্লেখ করলেও কী ধরনের ‘নিরাপত্তা এবং সুরক্ষার ঘাটতি’ রয়েছে এমন কোনো কিছু প্রকাশ করেননি আয়োজক শাহগির বখত ফারুক।

এ নিয়ে গত দুই সপ্তাহ ধরে দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি করতে আগামী ১২ জুন দ্য গিল্ড হল , সিটি অব লন্ডন বুকিং করেন শাহগির বখত ফারুক, তবে যুক্তরাজ্য আওয়ামী লীগ দাবি করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান উপদেষ্টাকে নিয়ে উক্ত হলে অনুষ্ঠান করতে দিলে হলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

সেখনে যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে হল কর্তৃপক্ষকে কয়েক ডজন ইমেইল করে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বেশ কিছু সংগঠন এবং কমিউনিটি ব্যক্তিত্ব। বিধায় হল কর্তৃপক্ষ অনুষ্ঠানটির বুকিং বাতিল করে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা জানান, শুধু দ্য গিল্ডহল , সিটি অব লন্ডন নয় আরো একাধিক হলেও অনুষ্ঠানটি করার চেষ্টা করা হয় কিন্তু তাদের আপত্তির কারণে লন্ডনের কোনো হলই বুকিং নেয়নি। যার ফলে আগামী ১২ই জুন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রবাসীদের মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি।

তবে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিলের সুস্পষ্ট কারণ জানায়নি বাংলাদেশ হাইকমিশন।

Leave a comment

Trending