https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

লন্ডন প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, নিউইর্য়ক স্টেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিস্ট ব্যাংকার (সাবেক)যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাপগন্জের কৃতি সন্তান আব্দুল ওহাব জোয়ারদার মছুফ বলেছেন , আপনারা যারা দেশ প্রবাসে গোলাপগন্জবাসী রয়েছেন আপনাদের উচিত দল ও মতের উর্ধ্বে উঠে গোলাপগঞ্জের উন্নয়নে কাজ করা । তিনি গতকাল লন্ডনের হোইট চেপেলের আল হামরা রেস্টুরেন্টে তার সাথে গোলাপগন্জ উপজেলার বিশিস্ট কমিউনিটি নেতৃবৃন্দ ও রাজনীতিবিদদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথাগুলো বলেন ।

তিনি আর বলেন , এক সময় গোলাপগন্জ ছিলো দেশের একটি স্বনামধন্য, উচ্চ শিক্ষিত জনপদ ।কিন্তু বর্তমানে এই উপজেলা তার স্বনাম হারাতে বসেছে । এর জন্য তিনি যুব সমাবেশের বিদেশ মূখিতাকে দায়ী করেন ।তিনি বলেন গোলাপগঞ্জের শিক্ষা ও যাতায়াত অবকাঠামো উন্নয়নে প্রবাসি নেতৃবৃন্দের এগিয়ে আসা উচিত । জনাব জোয়ারদার আরো উল্লেখ করে বলেন ,গোলাপগঞ্জের শিক্ষার উন্নয়নে তাদের পারিবারিক লুৎফা – মতিন ফাউন্ডেশন ২০ বছরে ও বেশি সময় কাল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে ।তাদের এই প্রতিষ্ঠান বিভিন্ন দূর্যোগকালীন সময়ে গরিব অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে ।তিনি পারিবারিক পরিমন্ডল থেকে ও সামাজিক কাজে আর্থিক সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান ।তিনি বলেন , আমি ও আমার পরিবার আজীবন গোপালগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করে যাবে ইনশাআল্লাহ ।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ তমিজুর রহমান রন্জুর সভাপতিত্বে ও বিশিষ্ট কমিউনিটি নেতা মিসবাহ মাসুমের সঞ্চালনায় আর ও বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ সাদ আহমেদ সাদ , সাবেক ছাত্রনেতা খসরুজ্জামান খসরু , কমিউনিটি নেতা দেলোওয়ার হোসেন, জালাবাদ এসোসিয়েশনের যুক্তরাজ্য এর সাধারণ সম্পাদক আমিনূর রহমান জিল্লু ,বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আব্দুল মোনিম জিহাদী কেরল , কমিউনিটি ব্যক্তিত্ব বদরুল ইসলাম বদরুল , আব্দুল আহাদ , সাবেক ছাত্রনেতা শাহজাহান আহমেদ , সাহেদ আহমেদ , কমিউনিটি ব্যক্তিত্ব মাসুদ আহমেদ জোয়ারদার , কামরুল ইসলাম সহ আরও অনেকে ।জনাব জোয়ারদার তার সাথে মতবিনিময় ও ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সভার আয়োজন করায় আয়োজককারীদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।উল্লেখ্য জনাব আব্দুল ওহাব জোয়ারদার দুই সপ্তাহের এক সংক্ষিপ্ত সফরে বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন । আগামীকাল বুধবার বিকেলের ফ্লাইটে তার নিউইর্য়কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে ।

সূত্র ঃ প্রেস বিজ্ঞপ্তি

Leave a comment

Trending