https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5623148770593961

জাতীয় ডেস্ক ঃ কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ করেছেন ফজর আলী নামে (৩৮) এক এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী দুবাই প্রবাসী। 

অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। 

মামলায় ওই নারী উল্লেখ করেছেন, ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়ি বেড়াতে আসেন তিনি। বাবার বাড়ি আসা-যাওয়ার সময় ফজর আলী তাকে নানাভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাতে তিনি ছেলে-মেয়েকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী তার বাড়িতে গিয়ে কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে। তার গলায় ছুরি ধরে ও মুখ চেপে ধরে। চিনে ফেলায় ফজর আলী তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরপর ধর্ষণের কথা কাউকে বললে প্রাণনাশের হুমকি দেয়। তখন তিনি (ওই নারী) চিৎকার করলে আশপাশের লোকজন এসে ঘটনার বিস্তারিত শুনে ফজর আলীকে মারধর করে। 

ওই নারীর চাচা জানান, ঘটনার পর থেকে তারা খুব নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর সঠিক বিচার চান তিনি। 

Leave a comment

Trending