
জাতীয় ডেস্ক ঃ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ রবিবার (৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। দেশে পাঠানো তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। মালয়েশিয়া থেকে অফিশিয়ালি কোনো তথ্যও জানানো হয়নি।
তিনি আরও বলেন, মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সঙ্গে আমাদের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখবো। তবে বাংলাদেশে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
বিভিন্ন মহল থেকে বাংলাদেশকে জঙ্গি তকমা লাগানো হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

Leave a comment